-
♪ (পিয়ানোর মৃদু ধ্বনি) ♪
-
ক্যামেলিয়নরা কিকরে রং বদলায়?
-
অনেকাংশেই আমরা বুঝেছি যে, কেন এই
জাঁকালো টিকটিকিরা এমনটা করে —
-
কেন এই রংএর খেলা,
-
নাকি অন্যের কাছে নিজের ক্ষমতা জাহির,
-
কিংবা প্রেমিকার কাছে প্রেমের আবাহন।
-
কিন্তু রং পরিবর্তনের অন্তরাল থাকা কৌশল হল
-
এ বলছে, আমাকে দেখে নাও হে।
-
বিজ্ঞানীরা ইদানিং আবিষ্কার করেছেন যে,
-
ক্যামেলিয়নরা তাদের চামড়ার কোষের নিচে
ক্ষুদ্রাকায় কুঠুরির মত কিছু আকৃতি রাখে।
-
এখানে তারা দ্রুতই রং পাল্টায়।
-
আসলে, এ সরীসৃপদের এমন কোষের দু'ধরণের
পরত আছে।
-
ওপরের পরত রং বদলের কাজ করে
-
আয়েস করে কিংবা চামড়া উদ্দীপ্ত করে
-
আর নিচের পরত বিকিরণ করে
ইন্ফ্রারেড্ (infrared ) আলো,
-
এসব ক্যামেলিয়নকে শীতল রাখে
-
তা সে যে পরিস্থিতিই হোক না কেন।
-
এমন ব্যাবস্থার সমাহার ক্যামেলিয়নকে এদের
-
রংবদলকারী জাতভাইদের থেকে অনন্য করে তুলেছে,
-
তবে এই বিশেষ প্রানীর দিকে চেয়ে
-
এদের চমৎকারীত্ব বেশ চমকপ্রদই লাগে।
-
♪ (পিয়ানোর মৃদু ধ্বনি) ♪